Download Free BIGtheme.net
Home / জাতীয় / নতুন বছরে আরও এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নতুন বছরে আরও এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: পুরোনো জঞ্জাল পেছনে ফেলে নতুন বছরে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার গণভবনে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বাংলা নববর্ষের (১৪২৪) শুভেচ্ছা বিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধানমমন্ত্রী।

তিনি বলেন, আগের বছরের সব জঞ্জাল সরিয়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। দেশের মানুষ আনন্দলোকে বাস করবে, সুন্দর জীবন পাবে।

বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা লক্ষ্য অর্জন করতে পারব।

এসময় দেশের সব মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আজ উৎসবের আমেজে নববর্ষ উদযাপন করা হয় গণভবনে, আয়োজন করা হয় নাচ-গানের।

সুবির নন্দী, লাইলী ইসলাম, শামা রহমান, দিনাত জাহান মুন্নি, শবনম শিউলি, ফকির মণ্ডল, সামিনা হোসেন এমাসহ প্রখ্যত শিল্পীরা গান পরিবেশন করেন।

আওয়ামী লীগ নেতারা রবীন্দ্রনাথের ‘আন্দলোকে মঙ্গল আলোকে’ এই গানটি গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের সঙ্গে গলা মেলান।

এ উপলক্ষে অতিথিদের ঐতিহ্যবাহী খাবার মোয়া, মুরকি, মুরালি, কদমা, ঝিলাপি, বিভিন্ন ধরনের মিষ্টি পরিবেশন করা হয়।

আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, সাহারা খাতুন, ফারুক খান, আব্দুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, আবদুল মতিন খসরু, হাছান মাহমুদ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোগাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Comments

comments