Download Free BIGtheme.net
Home / জাতীয় / বর্ষবরণে নাশকতার হুমকি ছিলো : প্রধানমন্ত্রী

বর্ষবরণে নাশকতার হুমকি ছিলো : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: পয়লা বৈশাখ নববর্ষে নাশকতার নানা হুমকি ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের উৎসবে যেন ভাটা না পড়ে, সে জন্য কিছু জানানো হয়নি। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছিল। নির্বিঘ্নে দিনটি পালিত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর কাকরাইলের বিচারপতিদের আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, পয়লা বৈশাখের বর্ষবরণকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার কোনো মানে হয় না।

প্রধানমন্ত্রী বলেন, নানা ধরনের হুমকি আমরা পেয়েছিলাম। তখন কাউকে বলিনি, অনেক ধরনের হুমকি আমাদের কাছে এসেছিল এটা হবে, ওটা হবে। কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তারা এত সক্রিয় ছিলেন যে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমগ্র বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে আমাদের নববর্ষ উদযাপন করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, পহেলা বৈশাখ কোনো ধর্মীয় বিষয় না। এটা আমাদের বাঙালিদের একটা ক্যালেন্ডার। সে অনুযায়ী আগের দিনের ব্যবসা-বাণিজ্য, হালখাতা অর্থাৎ সমস্ত দেনা পাওনা শোধ করে নতুন করে দেনা পাওনা পহেলা বৈশাখ থেকে শুরু হতো। এর সাথে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা মিল রয়েছে।

তিনি বলেন, আমরা শুধু খাটবো, কাজ করবো তা না, কিছু মনোরঞ্জনের ব্যবস্থা যেন সবার থাকে। একটু স্বস্তি, শান্তিতে উৎসব করতে পারে, সেই সুবিধাও করে দেয়া হোক—এটাও প্রয়োজন বলে আমরা মনে করি। তিনি বলেন, নববর্ষটা কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই পালন করে। তার জন্য আমরা নববর্ষ উদযাপনে ভাতার ব্যবস্থাও আমরা করে দিয়েছি যেন একসঙ্গেই সবাই এটা উদযাপন করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে একটা নতুন উৎপাত তৈরি হয়েছে জঙ্গি সন্ত্রাসবাদ। এ থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই। এজন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

Comments

comments