Download Free BIGtheme.net
Home / জেলার খবর / কুড়িগ্রামে ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রামে ভারতীয় নাগরিক আটক

আরিফুল ইসলাম সুজন (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিযে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় আবু তালেব (৪৪) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার রাতে উপজেলার গোরকমন্ডল ক্যাম্পের টহলরত বিজিবি’র সদস্যরা তাকে আটক করে। বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল।
এলাকাবাসী ও বিজিবি সুত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধুলারকুটি সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৯৩১ এর ২ এসের পাশ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় গোরকমন্ডল ক্যাম্পের নায়েক মোতাহার আলীর নেতৃত্বে টহলদল ওই ভারতীয় নাগরিককে আটক করে।

আবু তালেব ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার কিষামত করলা গ্রামের মৃত: আবেদ আলীর পূত্র। ভারতীয় নাগরিক আটকের খবর পেয়ে কোচবিহার জেলার নারায়ণগঞ্জ ক্যাম্পের বিএসএফ’র পক্ষ থেকে বিজিবি’র কাছে পতাকা বৈঠকের জন্য পত্র পাঠায়।

ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড (বিজিবি) গোরকমন্ডপ ক্যাম্পের কমান্ডার হাবিলদার মিজান জানান, বিএসএফ ভারতীয় নাগরিককে ফেরৎ চেয়ে পত্র পাঠিয়েছে। ইতোমধ্যে ইতোমধ্যে পতাকা বৈঠকের গোরকমন্ডল নামাটারী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩০ এর ৫ এসের নিকট প্রস্তুতি চলছে।

Comments

comments