Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘শনিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে’

‘শনিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে’

অনলাইন ডেস্ক: আগামী শনিবারের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। একইসঙ্গে রমজান মাসে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

গত কয়েকদিন ধরে দুঃসহ গরম পড়ার পাশাপাশি বিদ্যুতের লোডশেডিং ভোগাচ্ছে দেশবাসীকে। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে মানুষ। খোদ রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় দিনে এমনকি গভীর রাতে বিদ্যুৎ চলে যাচ্ছে। মফস্বল বা গ্রাম এলাকায় পরিস্থিতি আরও নাজুক।

প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, রমজান মাসে বিদ্যুতের চাহিদা থাকবে ১০ থেকে সাড়ে ১০ হাজার মেগাওয়াট। রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদন বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালু হলে চাহিদা মেটানো যাবে বলে জানান তিনি। কয়েকদিন আগে একটি সঞ্চালনা টাওয়ার ভেঙে যাওয়ায় বিবিয়ানা ও মেঘনা ঘাটের ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না। বেশ কয়েকটি কেন্দ্র রক্ষণাবেক্ষণে থাকায় চাহিদানুযায়ী বিদ্যুৎ দেয়া যাচ্ছে না, লোড শেয়ার করতে হচ্ছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো জানান, শনিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলেও সারা দেশের সঞ্চালন লাইন স্বাভাবিক হতে ৩-৪ বছর সময় লাগবে।

Comments

comments