মোঃ রায়হান ইসলাম, দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার(২৮ মে) সকালের দিকে মাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। উক্ত বাজেট সভায় বাজেট পেশ করেন মাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হাসানুজ্জামান বাবু। তিনি অত্র ইউনিয়নের ১ কোটি ৩৩ লক্ষ ৩৮ হাজার ৬৩১ টাকার বাজেট ঘোষনা করেন।
এবারের বাজেটে শিক্ষা ক্ষাতকে সর্বোচ গুরুত্ব দেয়া হয়েছে। ৬নং মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এইচ এফ ইমাম সুমন এর সভাপতিত্বে উক্ত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোল্লা আব্দুল ওয়াহেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা জনাব মোঃ সাইদুর রহমান, উপস্থিত ছিলেন উপজেলার উপ- কৃষি কর্মকর্তা মোঃ শাহজামাল, ইউপি সদস্য মোঃ আয়েশ উদ্দিন, মোঃ বেল্লাল হোসেন, মোঃ ছাইদুর রহমান,মোঃ মহিমিনুল হক,মোঃ আব্দুস ছালাম, মোঃ এমদাদুল হক,মোঃ ওবাইদুল হক এবং মহিলা সদস্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মোছা: সাহানার বেগম,মোছা: মাহাবুবা বেগম,মোছা: আঞ্জুয়ারা বেগম, সাবেক ইউপি সদস্যা মেনুকা বেগম সহ অত্র ইউনিয়নের সর্বস্থরের জনগন এ উন্মক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন স্বাস্থ্য কর্মী হাফিজা খাতুন ও মাড়িয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক মোঃ মিজানুর রহমান।
Comments
comments