Download Free BIGtheme.net
Home / জেলার খবর / সিলেটে নর্দমা খননের সময় পাওয়া গেলো ১১টি মর্টারশেল

সিলেটে নর্দমা খননের সময় পাওয়া গেলো ১১টি মর্টারশেল

জেলা প্রতিনিধি: নর্দমা খননের সময় সিলেট নগরীর দরগা মহল্লা এলাকায় ১১টি মর্টারশেল পাওয়া গেছে। আজ বুধবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে এ মর্টার শেলগুলো পাওয়া যায়।

আজ দুপুরে স্থানীয় হোটেল হেরিটেজের পেছনে ছোট খাল নামে পরিচিত নালা সংস্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীরা শেলগুলো দেখতে পান বলে জানান সিলেট সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, পাঁচটি বড় ও ছয়টি ছোট মর্টার শেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে মনে হচ্ছে। এখনও সক্রিয় থাকতে পারে। উদ্ধারের জন্য র‌্যাবের সহযোগিতা চাওয়া হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) খনন কাজে নিয়োজিত শ্রমিক বাবুল মিয়া জানান, নগরের পরিচ্ছন্নতা রক্ষা ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে পুরান মেডিকেলের পাশ দিয়ে বহমান মোগলীছড়া খনন করে ওই খানে বক্স কালভার্ড তৈরির কার্যক্রম চলছে।

এর অংশ হিসেবে দরগা মহল্লা এলাকায় হজরত শাহজালাল (রহ.) মাজারের পেছনের অংশে মেডিকেল কলেজের পুরাতন ছাত্রাবাসের পাশের ছড়া খনন করার সময় তারা মর্টার শেলগুলোর সন্ধান পান।

পরে বিষয়টি সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব ও মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুরিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেনকে জানানো হয়। খবর পেয়ে এ দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে এগুলো উদ্ধার করে ধ্বংস করতে র‌্যাব-৯ এর সহযোগিতা চান। বিকেল ৩টায় র‌্যাব-৯ এর বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা মর্টার শেলগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেন।

র‌্যাব-৯-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) জেএম ইমরান জানান, মর্টার শেলগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এগুলো খুবই শক্তিশালী। বড় মর্টার শেলটি এক কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এগুলো ধ্বংস করতে পুলিশ আদালতের অনুমোদনের জন্য কাগজপত্র পাঠিয়েছে।

Comments

comments