Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৮ মে

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৮ মে

অনলাইন ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ই মে দিন ধার্য করেছেন আদালত। আজ পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন।

এই মামলায় আজ খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের ধার্য দিন ছিল। খালেদা জিয়া উপস্থিত হয়ে আদালত পরিবর্তনের জন্য সময় বৃদ্ধির আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে ১৮ মে শুনানির জন্য দিন নির্ধারণ করেন।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে গুলশানের বাসা থেকে রওয়ানা হয়ে বেলা ১১টা ৮ মিনিটে আদালতে পৌঁছেন তিনি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক।

Comments

comments