অনলাইন ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠকে বাংলাদেশ-রাশিয়ার কৌশলগত সম্পর্ক স্থাপনে বিষয়ে আলোচনা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘দুই দেশ প্রায় ২৫টি চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করছে। এর প্রায় অর্ধেক চূড়ান্ত অবস্থায় আছে।’
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ পর্যায়ের বৈঠকে টেলিকম ও যোগাযোগ, সংবাদ সংস্থা বাসস ও ইতার-তাসের মধ্যে এবং সাংস্কৃতিক সহযোগিতা ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
রাশিয়ার কোনও পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনও পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গেলেন।
সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের ঢাকা সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র রাশিয়ানদের কাছে হস্তান্তর করবেন। আশা করা হচ্ছে, বছরের দ্বিতীয়ার্ধে রাশিয়া থেকে এ সফর হবে।’
পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর প্রসঙ্গে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এ সফরের সময়ে টেলিকম ও যোগাযোগ ক্ষেত্রে সমঝোতা স্মারক ও সংবাদ সংস্থা বাসস এবং রাশিয়ার ইথার তাসের মধ্যে সমঝোতা স্মারকের সম্ভাবনা আছে।’ তিনি আরও বলেন, ‘রাশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় থাকার সময় এ চুক্তিগুলো যেন স্বাক্ষর হয়, সেই ব্যবস্থা করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা।’
Comments
comments