Download Free BIGtheme.net
Home / জাতীয় / স্বাগত ১৪২৪, শুভ নববর্ষ

স্বাগত ১৪২৪, শুভ নববর্ষ

অনলাইন ডেস্ক:এসো হে বৈশাখ এসো এসো…। শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ, বাঙালির উৎসবের দিন। বাঙালির প্রাণের অপার আনন্দের পহেলা বৈশাখ। চৈত্রসংক্রান্তির মাধ্যমে বৃহস্পতিবারই ১৪২৩ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে আজ যুক্ত হলো নতুন বছর ১৪২৪। স্বাগত, সুস্বাগত বাংলা নববর্ষ। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করবে বাঙালি জাতি। পুরনো বছরের সকল অপ্রাপ্তি ভুলে গিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বাংলার আপমর জনতা।

ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত একটি আত্মমর্যাদা সম্পন্ন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে বাঙালি পালন করবে বৈশাখী উৎসব। নতুন বছরকে বরণ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে মঙ্গল শোভাযাত্রা আর রমনার বটমূলের ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানট। এছাড়াও আজ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মাতেছে দেশ। রাজধানী জুড়ে থাকছে বর্ষবরণের আরও নানা আয়োজন।

প্রতি বছরই বাংলা বর্ষবরণে উন্মোচিত হয় ভিন্ন এক মাত্রা। যার ছাপ পড়ে জীবনের প্রতিটি স্পন্দনে। ব্যবসায়-বাণিজ্য, পোশাক-পরিচ্ছদ, খাওয়া-দাওয়া, জীবনাচার, চাষাবাদ থেকে শুরু করে সর্বত্র বৈশাখ এনে দেয় অনন্য বৈচিত্র্য। বাঙালির জীবনে বৈশাখ এক উদ্দীপনারও দৃশ্যমান প্রেতি। ভাঙা আর গড়ার মধ্য দিয়ে বৈশাখ যেমন রুদ্ররূপে কখনো কখনো আবির্ভূত হয়, তেমনি বৈশাখের রয়েছে সবুজ, সুন্দর এক চিরায়ত প্রতিচ্ছবিও। যে প্রতিচ্ছবির গহনে লোকজ জীবনের অন্তর্নিহিত তাৎপর্য দোলা দেয় নতুন আঙ্গিকে।

 

Comments

comments