Download Free BIGtheme.net
Home / রাজনীতি / দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খালেদার টুইট

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খালেদার টুইট

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পহেলা বৈশাখে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ওই শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, “বাংলা নববর্ষ ২০২৪ হোক শান্তি, সমৃদ্ধি ও মুক্তির। শুভ নববর্ষ। ”

বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।

জাসাসের সহসভাপতি শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, “বিকাল ৩টায় ম্যাডাম বর্ষবরণের এই অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ”

এ অনুষ্ঠান উপলক্ষে কার্যালয়ের সামনে ইতোমধ্যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। নানা রঙের উপকরণে চারপাশ সাজানো হয়েছে বৈশাখের সাজে। দেশের ‘বিখ্যাত’ শিল্পীরা এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে বলে জাসাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বাণীতে খালেদা জিয়া এ কথা বলেন। নববর্ষ উপলক্ষে তিনি সবাইকে শুভেচ্ছা জানান।

খালেদা জিয়া বলেন, ‘আবহমানকাল ধরে নুতন আঙ্গিক, রূপ, বর্ণ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বারবার ঘুরে আসে পহেলা বৈশাখ। অনন্তকাল ধরে গড়ে ওঠা আমাদের ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অহংকার মিশে থাকে নতুন বছরের শুভাগমনে। আমাদের হৃদয়ে উদ্ভাসিত হয় দেশমাতৃকার অতীত গৌরব ও ঐশ্বর্য। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের বিশালত্ব, শাশ্বত প্রাচীনতা পবিত্র এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ, তাই পয়লা বৈশাখের এদিনে এক উদ্দীপ্ত প্রেরণায় জেগে ওঠে জাতির আত্মপরিচয়। প্রতিবছর নববর্ষ হিরন্ময় অতীতের আলোকে সম্মুখ পানে, অগ্রগতির পথে এগিয়ে যেতে তাগিদ দেয়।’

খালেদা জিয়া বলেন, ‘নানা ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী ১৪২৩ সালের চৌকাঠ ডিঙিয়ে ১৪২৪ সালের প্রভাতে অজানা কাল-প্রাঙ্গণের সীমানায় আমরা উপস্থিত হয়েছি। গত বছরের দুঃখ, অবসাদ, ক্লান্তি, হতাশা ও গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার নির্দেশনা নিয়ে এসেছে বাংলা নববর্ষ।’

Comments

comments