Download Free BIGtheme.net
Home / জেলার খবর / শ্রীমঙ্গলে শ্রম প্রতিমন্ত্রীর সাথে চা শিল্প নেতাদের মতবিনিময়

শ্রীমঙ্গলে শ্রম প্রতিমন্ত্রীর সাথে চা শিল্প নেতাদের মতবিনিময়

অাতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল: শ্রম পরিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর, চা-শ্রমিক ভবিষ্য তহবিল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সিবিএ নেতাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে মতবিনিময় করেছেন শ্রম ও কর্মসংস্হান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক এমপি।

অাজ শুক্রবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল চা-শিল্প শ্রম কল্যান কার্যালয়ের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল চা-শিল্প শ্রম কল্যান বিভাগের উপ-পরিচালক মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিস্টান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. সামছুজ্জামান ভূইয়া, চা- শ্রমিক ভবিষ্য তহবিলের কন্ট্রোলার অাব্দুল হাই অাল মাসুদ।

মতবিনিময় সভায় চা- শ্রমিক, কর্মকর্তা- কর্মচারী ও চা-শিল্পের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা, সাধারন সম্পাদক মো. জাকারিয়া অাহমেদ, চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাম ভজন কৈরী, ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, সাবেক ইউপি চেয়ারম্যান পরাগ বাড়ই প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে মালিকপক্ষের সাথে দ্বি- পক্ষীয় চুক্তি, পোষ্যদের চাকুরি, শ্রীমঙ্গলে শ্রম অাদালত স্হাপন, কল্যান তহবিল , ইনসু্রেন্স, ক্যাজুয়েল লীভ প্রভৃতি দাবী মন্ত্রী মহোদয়ের কাছে তুলে ধরেন।

মন্ত্রী সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং তার বক্তব্যে এসব দাবী পর্যায়ক্রমে পুরনের অাশ্বাস দেন।

Comments

comments