Download Free BIGtheme.net
Home / জেলার খবর / চট্টগ্রামের দিদার বলিকে আর দেখা যাবে না জনপ্রিয় বলি খেলায়

চট্টগ্রামের দিদার বলিকে আর দেখা যাবে না জনপ্রিয় বলি খেলায়

মো. সারোয়ার উদ্দিন, চট্টগ্রাম: সতের বছর ধরে দেশের বিভিন্ন স্থানে বলি খেলায় অংশ নিয়ে মাঠ-মঞ্চ মাতিয়ে রাখা জনপ্রিয় অপ্রতিরোধ্য দিদার বলিকে আগামি বছর থেকে বলি খেলায় দেখতে পাবে না দর্শকরা।দেখা হবে না কিভাবে তার শক্তিমান কুস্তিগিরির দাপটে মুহুর্তের মধ্যে বড় বড় পালোয়ানদের কুপকাত করে।

পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার সিআরবির সাতরাস্তার মোড়ের পাশে খোলা মাঠে আয়োজিত বলি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে নিয়ে সাক্ষাৎকারে দিদার বলি জানান, আগামি বছর থেকে তিনি আর বলি খেলা খেলবেন না।

তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বলি খেলায় অংশগ্রহণ করে আমি অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি এবং বিভিন্ন পদক অর্জন করেছি। শুধু চট্টগ্রামে নয় আমি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বলি খেলায় অংশ নিয়েছি।এই সতের বছর আমি সবাইকে খেলার মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি এবং আমিও অনেক আনন্দ-গৌরব অর্জন করেছি।অনেকবার চ্যাম্পিয়নও হয়েছি আবার রানার্স আপও হয়েছি। এই বছরের পর আমি বলি খেলা শেষ করতে চাই।

উল্লেখ্য, ১৯০৯ সাল থেকে চট্টগ্রামে এই কুস্তি খেলার চলন শুরু হয়, যেটি স্থানীয়ভাবে বলী খেলা হিসেবে পরিচিত।এর ধারাবাহিকতায় প্রতিবছর চট্টগ্রামের লালদিঘী ময়দানসহ চট্টগ্রামের বিভিন্নস্থানে এই খেলা অনুষ্ঠিত হয়।এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় জব্বারের বলিখেলা। এই খেলা, যাকে ঘিরে বৈশাখী মেলাও গড়ে উঠেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণদের উদ্বুদ্ধ করার জন্য আব্দুল জব্বার সওদাগর নামে এক ব্যবসায়ী এই খেলাটি শুরু করেন, যেটি এখনো জব্বারের বলি খেলা নামেই পরিচিত।

এই প্রতিযোগিতায় বহুবার চ্যাম্পিয়ন হবার কারণে দিদারুল আলম ‘দিদার বলি’ নাম সবার কাছে বেশি পরিচিত ও জনপ্রিয়। ২০০১ সাল থেকে ২০১৭ পর্যন্ত বিভিন্ন খেলায় অংশ নিয়ে অনেক চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছেন কক্সবাজারের রামু উপজেলার এই দিদার বলি

Comments

comments