Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / রাজধানীতে জাল টাকা তৈরির সরঞ্জাম ও সাপের বিষসহ আটক ১০

রাজধানীতে জাল টাকা তৈরির সরঞ্জাম ও সাপের বিষসহ আটক ১০

অনলাইন ডেস্ক: জাল টাকা তৈরির সরঞ্জাম ও সাপের বিষসহ মোট ১০ জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) এর পৃথক দুটি অভিযানে আটক করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম বলেন, সোমবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, মুদ্রা জালিয়াত চক্রটি মোহাম্মদপুর এলাকায় কারখানা গড়ে তুলেছিল। তাদের কাছ থেকে ‘বিপুল পরিমাণ’ জাল টাকার নোট এবং জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অন্য চক্রটি সাপের বিষ বিক্রির কথা বলে প্রতারণা চালিয়ে আসছিল জানিয়ে নাজমুল আলম বলেন, তাদের কাছ থেকে ১২ পাউন্ড তরল উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিনগত রাতে তাদের আটক করা হয়। এ বিষয়ে ডিবি থেকে বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

Comments

comments