Download Free BIGtheme.net
Home / জেলার খবর / নেতা কর্মীদের উন্নয়নমূলক কাজের প্রচারে আহ্বান জানালেন সুজন

নেতা কর্মীদের উন্নয়নমূলক কাজের প্রচারে আহ্বান জানালেন সুজন

জেলা প্রতিনিধি: বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার প্রচারণা বাড়াতে নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন ।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে তাঁতী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সুজন আরও বলেন, সামনে নির্বাচন ।  তাঁতী লীগকে আরো সুসংগঠিত করতে হবে। ঘরে বসে থাকলে চলবেনা । মাঠে কাজ করতে হবে ।

সম্মেলনে জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল মামুন আশা বলেন, ঠাকুরগাঁও এর আগে তাঁতী লীগের সংগঠন ছিল না। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে তাঁতী লীগ মর্যাদা লাভ করেছে।  তরুন নেতৃত্বে ঠাকুরগাঁও তাঁতীলীগ শীঘ্রই সুংগঠিত হয়ে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে গড়ে তুলবে।

সম্মেলন উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ সাদেকুল ইসলাম এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এরশাদুল হক এলাহী।

সম্মেলনে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত রয়েছেন  ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য বালিয়াডাঙ্গী উপজেলা  সাংগঠনিক সম্পাদক  মোঃ হুমায়ুন কবির ।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ৬নং ভানোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল ওহাব সরকার , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দবিরুল ইসলাম ডালিম, উপদেষ্টা দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক বাবুল হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাষানী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মামুন, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক  গোলাম রব্বানী মিয়াঁ , হরিপুর উপজেলা তাঁতী লীগের সভাপতি মাসুদ চৌধুরী, রাণীংশকৈল উপজেলা তোঁতী লীগের সভাপতি রুবেল সরকার প্রমুখ।

পরে কাসেম আলীকে সভাপতি, পয়গাম আলীকে সাধারণ সম্পাদক করে ভানোর ইউনিয়ন তাঁতী লীগের কমিটি ঘোষনা করা হয় ।

Comments

comments