Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / মা ও তিন শিশুর মৃত্যুর ঘটনায় মামলা

মা ও তিন শিশুর মৃত্যুর ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক: রাজধানীর তুরাগের কালিয়াটেক এলাকায় মা ও তিন শিশুর মৃত্যুর ঘটনায় তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত রেহানা পারভীনের ভাই শামসুল আলম বাদী হয়ে এ মামলা করেন। নিহতরা হলেন- রেহানা পারভীন (৩৪), বড় মেয়ে শান্তা (১৩), মেজো মেয়ে শেফা (৯)ও ছেলে মুসাম্মিম সাদ (১)।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবে খুদা এ তথ্য জানান। তিনি বলেন, নিহত মা রেহানা পারভীনের ভাই ও নিহত শিশুদের মামা শামসুল আলম শুক্রবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে মামলার এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করেননি। তবে রেহানার ননদ ও ননদের স্বামীকে এ ঘটনায় সন্দেহ করা হচ্ছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

Comments

comments