Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / এই বাজেটে কেউ খুশি হননি: এরশাদ

এই বাজেটে কেউ খুশি হননি: এরশাদ

অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জাতীয় বাজেটে বাড়তি করের বোঝা চাপানোর ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। এ বাজেটে দেশের সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তাসহ কেউ খুশি হতে পারেনি। তাই এ বাজেটও কেউ গ্রহণ করতে পারেননি।’

সোমবার ঢাকা থেকে রংপুরে ৪ দিনের সফরে এসে দর্শনা এলাকায় পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, রংপুরের ছয়টি আসনসহ সারা দেশের ৩০০ আসনেই আমরা প্রার্থী ঠিক করেছি। এর মধ্যে ১০০ আসনে আমরা জয়ী হব। জয়ী হওয়ার মতো আমাদের আরো ৩০টি আসন আছে।

এ সময় বাজেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এই বাজেট হওয়া উচিত ছিল নির্বাচনী বাজেট। কিন্তু তা না করে এমন করের বোঝা চাপিয়ে দিলো সরকার, মানুষের জান-প্রাণ অস্থির হয়ে গেছে। কেউ এই বাজেট গ্রহণ করতে পারেনি। এই বাজেটে কেউ খুশি নয়। কৃষক খুশি নয়, চাকরিজীবী খুশি নয়, ব্যবসায়ী খুশি নয়, রিকশাওয়ালা খুশি নয়, ঠেলাগাড়িওয়ালা খুশি নয়। কেউ খুশি নয়।

Comments

comments