Download Free BIGtheme.net
Home / খেলা / প্রথম সেমিতে আজ মুখোমুখি ইংল্যান্ড-পাকিস্তান

প্রথম সেমিতে আজ মুখোমুখি ইংল্যান্ড-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: আজ শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারের লড়াই। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড আর পাকিস্তান। কার্ডিফে খেলা শুরু বিকেল সাড়ে তিনটায়।

আসরে সবকটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে ওঠে ইংল্যান্ড। তাই ঘরের মাঠে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে চোখ ইংলিশদের। মরগ্যান-রুট স্টোকসদের দুর্দান্ত ফর্ম প্রথম শিরোপার স্বপ্নও দেখাচ্ছে স্বাগতিকদের। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে মনোবল চাঙ্গা পাকিস্তানেরও। ঘরের মাঠের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে ইংল্যান্ডই। ইংল্যান্ডের মাটিতে ৩৯ ম্যাচের ২৬টিতেই জিতেছে স্বাগতিকরা। পাকিস্তানের জয় ১৩ ম্যাচে।

গত ৪২ বছরে তিন বার বিশ্বকাপ ফাইনাল খেললেও ৫০ ওভারের বড় কোন টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। ইয়োইন মরগানের নেতৃত্বাধীন ভারসাম্যপূর্ণ দলটির মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণের সম্ভাবনা দেখছে ইংল্যান্ড।

Comments

comments