বাংলাদেশ অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ। এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সুবর্ণজয়ন্তী পালন করা হবে। এ বছরের প্রতিপাদ্য ‘অতীতকে জানব, আগামীকে গড়ব’।
সাক্ষরতা দিবস উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, দেশে ৭১ শতাংশ মানুষ সাক্ষরতা লাভ করেছে। তবে এই পরিসংখ্যান নিয়ে গত ৬ বছর ধরেই সরকার ও বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো সরকারি ও বেসরকারি নানা কর্মসূচির মধ্য দিয়ে এবারও বাংলাদেশে এ দিবসটি পালিত হবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথকভাবে বাণী দিয়েছেন। বাণীতে তারা দিবসটি উপলক্ষে নেওয়া সার্বিক কর্মসূচির সাফল্য কামনা করেন।
১৯৯৬ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর দিনটি বাংলাদেশে উদযাপিত হয়ে আসছে। এবছর দিনটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘অতীতকে জানবো, আগামীকে গড়বো’।
Comments
comments