Download Free BIGtheme.net
Home / বিনোদন / ঈদে তিশার সাথে জনের ‘অনলাইন ফাইট’

ঈদে তিশার সাথে জনের ‘অনলাইন ফাইট’

bdonline24_1326

বিনোদন ডেস্ক : দুজন লড়াকু তরুণ-তরুণীর ভূমিকায় এবার টিভি নাটকে দেখা যাবে কণ্ঠশিল্পী জন কবির ও অভিনেত্রী তিশাকে। নাটকের নাম ‘অনলাইন ফাইট’।

নাটকের কাহিনি গড়ে উঠেছে ফেসবুকে পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করে। তিশা রেস্টুরেন্টে তার বান্ধবীসহ ডিনারে যান। সেখানে তারা সেলফি তোলেন, আর ওই সেলফির ব্যাকগ্রাউন্ডে দেখা যায় জন কবিরকে।
ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে, যা দেখে বিভিন্ন মন্তব্য করেন অনেকে। ফেসবুকে বেড়ে যায় জনের অনুসারীর সংখ্যা। কীভাবে এটা ঘটলো সেই তথ্য অনুসন্ধান করতে গিয়ে তিশার সঙ্গে পরিচয় হয় জনের। এরপর তাদের মধ্যে চলতে থাকে অনলাইন যুদ্ধ।
bdonline24_1327
নাটকটি প্রসঙ্গে জন কবির বলেন, ‘অতিমাত্রায় ফেসবুক ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া কী তা এ নাটকের গল্পে তুলে ধরা হয়েছে। এর আগে এমন কোনো চরিত্রে অভিনয় করিনি। এমন ভিন্নধাঁচের গল্প বলেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।
নাটকটি যৌথভাবে লিখেছেন ইমেল হক ও মারুফ রেহমান এবং পরিচালনা করেছেন ইমেল হক। চরিত্রের পাশাপাশি এর কাহিনিতেও দর্শক নতুনত্ব পাবেন। ঈদে এনটিভিতে প্রচার হবে নাটকটি।

Comments

comments