Download Free BIGtheme.net
Home / জাতীয় / সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই

bdonline24_1518

অনলাইন ডেস্কঃ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

এর আগে শামসুল হকের অবস্থার অবনতি হলে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল।
তার স্বজনরা জানিয়েছেন, তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শরীরের হাড় ও যকৃতসহ বিভিন্ন স্থানে ক্যানসার ছড়িয়ে পড়ে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ অনেকেই একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী এই লেখকের মৃত্যুতে শোক জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ শামসুল হক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে ‘সব্যসাচী লেখক’ বলা হয়ে থাকে। সৈয়দ শামসুল হক ২৯ বছর বয়সে বাংলা একাডেমী পুরস্কার পান। আর ১৯৮৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করেছিল সরকার।

Comments

comments