Download Free BIGtheme.net
Home / জাতীয় / শহীদ মিনারে কবির মরদেহে রাষ্ট্রপতির শ্রদ্ধা, ফুল হাতে হাজারো ভক্ত

শহীদ মিনারে কবির মরদেহে রাষ্ট্রপতির শ্রদ্ধা, ফুল হাতে হাজারো ভক্ত

bdonline24_1525

অনলাইন ডেস্কঃ শেষ শ্রদ্ধা জানাতে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।

আজ বুধবার বেলা ১১টা ৯ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে সৈয়দ হকের মরদেহবাহী অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়।

বেলা ১১টা ২৬ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ শহীদ মিনারে কবিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান প্রমুখ সৈয়দ হককে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত রয়েছেন।

এছাড়াও ফুল হাতে শহীদ মিনারের সামনে অপেক্ষা করছেন তাঁর হাজারো ভক্ত-অনুরাগী।

এর আগে তেজগাঁও চ্যানেল আই-এর প্রাঙ্গণে সৈয়দ হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ হেলিকপ্টারে করে গ্রামের বাড়ি কুড়িগ্রামে নেওয়া হবে। সেখানে কুড়িগ্রাম কলেজের পাশেই সব্যসাচী এ লেখককে দাফন করা হবে।

Comments

comments