Download Free BIGtheme.net
Home / জাতীয় / মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থ প্রতিরোধে উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশ

মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থ প্রতিরোধে উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশ

bdonline24_1532

অনলাইন ডেস্কঃ মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থ প্রতিরোধে উন্নত বিশ্বের কাতারে পৌঁছে গেছে বাংলাদেশ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এশিয়া প্যাসেফিক গ্রুপ অন মানিলন্ডারিং (এপিজি)-এর ১৯ তম বার্ষিক সাধারণ সভায় এক প্রতিবেদনে বিষয়টি জানায়।

এপিজি-এর এই মূল্যায়নে বাংলাদেশে মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থ প্রতিরোধ ব্যবস্থা উন্নত বিশ্বের সমান হয়েছে।

একটি দেশের মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থ প্রতিরোধে প্রতিবেদনে ৪০টি সুপারিশ করা হয়। বাংলাদেশ এই সুপারিশগুলোর মধ্যে ছয়টি সুপারিশে কমপ্লেইন্ট, ২০ টি সুপারিশে লার্জলি কমপ্লেয়েন্ট এবং ১৪টি সুপারিশে পার্টশিয়ালি কমপ্লেয়েন্ট অর্জন করেছে। এসব অর্জনের ফলে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাড়বে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) আসার ক্ষেত্রেও এই অর্জন কাজে আসবে বলে বাংলাদেশ ব্যাংকে হওয়া এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

Comments

comments