Download Free BIGtheme.net
Home / জেলার খবর / লালমনিরহাটে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

লালমনিরহাটে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

photo_2848

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: জেলার আদিতমারী উপজেলা পরিষদের আয়োজনে সুশাসনের জন্য গণসংগঠন শক্তিশালীকরণ প্রকল্প আরডিআরএস বাংলাদেশ আদিতমারী শাখার বাস্তবায়নে লালমনিরহাটের আদিতমারীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসটি ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় পালিত হয়েছে।

আদিতমারী উপজেলা পরিষদ চত্বর থেকে বানাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বুড়িরবাজারে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ এসে র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী।

এসময় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পেশাজীবি কমিটির সভাপতি মোজাম্মেল হক, আরডিআরএস বাংলাদেশ আদিতমারী শাখার এলাকা ব্যবস্থাপক আব্দুল গণি, সিনিয়র সোস্যাল ডেভেল্পমেন্ট অফিসার জুলফিকার আলী, পল্লী প্যারামেডিক আব্দুল্লাহ আলম মামুন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুলতান হোসেন, মহিষখোচা অগ্রণী ফেডারেশনের চেয়ারম্যান ও ইউপি সদস্য মজমুল হক প্রমুখ। র্যালীতে উপজেলার বিভিন্ন ফেডারেশনের সদস্যরা অংশগ্রহণ করেন।

Comments

comments