লাইফস্টাইল ডেস্ক: মেকআপের অন্যতম উপকরণ হল কনসিলার। ত্বকের কালো দাগ, চোখের নিচের কালো দাগ, ক্লান্তির ছাপ, অথবা অন্য যেকোন কালো দাগ এক নিমিষে দূর করে দিয়ে থাকে এই কনসিলার। ব্রণ বা ব্রণের দাগ নিয়ে চিন্তা করছেন, সেটিও ঢেকে দিবে কনসিলার। ফাউন্ডেশন ব্যবহার না করে শুধু কনসিলার ব্যবহার করে মেকআপের বেইজের কাজটি করে নিতে পারেন। নো মেকআপ বা ন্যাচারাল মেকআপ বলে একটি কথা প্রচলিত আছে। এই ন্যাচারাল মেকআপের কাজটি করতে সাহায্য করে কনসিলার। বাজারে নানা ধরণের কনসিলার কিনতে পাওয়া যায়। নিজের ত্বকের রঙ থেকে এক দুই শেড হালকা রঙের কনসিলার ব্যবহার করা উচিত। কিন্তু সবসময় কি ঘরে কনসিলার থাকে। মাঝে মাঝে তা শেষ হয়ে যায়। তখন উপায়? উপায় অব্যশই আছে। ঘরে তৈরি করে নিতে পারেন কনসিলার। আসুন তাহলে জেনে নেওয়া যাক কনসিলার তৈরির উপায়।
যা যা লাগবে:
ময়েশ্চারাইজার লোশন
লিকুইড ফাউন্ডেশন (ইচ্ছা)
ফেসপাউডার
চামচ
কনটেইনার
যেভাবে তৈরি করবেন:
১। একটি খালি পাত্রে অল্প পরিমাণে ফেসপাউডার নিন।
২। এর সাথে ময়েশ্চারাইজার লোশন মিশিয়ে নিন। লোশন কনসিলারকে ঘন করবে।
৩। এরপর এতে অল্প পরিমাণ লিকুইড ফাউন্ডেশন মিশিয়ে নিন।
৪। সবগুলো উপাদান ভাল করে মিশিয়ে নিন।
৫। ব্যস তৈরি হয়ে গেল কনসিলার। আপনি চাইলে লিকুইড ফাউন্ডেশন এড়িয়ে যেতে পারেন।
সম্পূর্ণ পদ্ধতিটি দেখে নিন ভিডিওতে
Comments
comments