Download Free BIGtheme.net
Home / রাজনীতি / ৮ নবেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি

৮ নবেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি

photo_3442

অনলাইন ডেস্ক: আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান না পেয়ে ৮ নভেম্বর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ফের আবেদন করেছে বিএনপি। শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের এক সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।  রিজভী বলেন, ‘আমরা একটি ঐতিহাসিক দিনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করব, আপনারা (পুলিশ) দিলেন না। তাহলে পার্টি অফিসের সামনে দিন, আমরা দরখাস্ত করেছি।’

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চায় বিএনপি। ৭ নভেম্বর না হলেও যে ৮ নভেম্বর অনুমতি দেওয়া হয়, ঢাকা মহানগর পুলিশের কাছে সে আবেদনও করে দলটি। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোহরাওয়ার্দীতে ৭ ও ৮ নভেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হবে না। এ অবস্থায় বিএনপি বিকল্প স্থানে সমাবেশের কথা ভাবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে সাংবাদিকদের জানান, বিকল্প স্থানে সমাবেশের জন্য অনুমতি চাইবেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা প্রতিনিধি সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘৭ নভেম্বরকে সরকার ও আওয়ামী লীগ ভয় পায় বলেই তারা বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেয়নি। আওয়ামী লীগ অন্ধকারের দল, গণতন্ত্র হত্যাকারীর দল। তারা জনগণের কাতার দেখলে ভয় পায়।’

Comments

comments