বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকাসহ দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র আয়নাবাজি। আজ ৩০ সেপ্টেম্বর শুক্রবার অনাড়ম্বরভাবেই মুক্তি দেয়া হলো আলোচিত ছবিটি। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এই চলচ্চিত্র নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকদের। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ও চঞ্চল চৌধুরী।
আয়নাবাজি ছবির চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন এবং প্রযোজনা করেছে কনটেন্ট ম্যাটার্স। আনকাট সেন্সর পাওয়া এ ছবিটির জন্য বিভিন্ন গান তৈরি করেছেন অর্ণব, হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির ও চিরকুট ব্যান্ড।
ছবিটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা অমিতাভ রেজা।
তিনি বলেন, এ ধরনের ছবি যদি হতে থাকে তাহলে হলের পরিবেশ পরিবর্তন হতে বাধ্য। এই ছবির মূল ভিত্তি হচ্ছে গল্পটা। সম্পূর্ণ ভিন্নধর্মী একটা গল্প। এছাড়া রাশেদ জামানের সিনেমাটোগ্রাফি, ইকবাল কবির জুয়েলের সম্পাদনা এবং রিপন নাথের সাউন্ড রয়েছে। আমার মনে হয়েছে, এই তিনজন এ মুহূর্তে এ দেশের সেরা টেকনিক্যাল পারসন।
কনটেন্ট ম্যাটার লিমিটেড প্রযোজিত এবং হাফ স্টপ ডাউন লিমিটেড নিবেদিত আয়নাবাজির মূল কাহিনী ও ভাবনা গাউসুল আলম শাওনের। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন।
আয়নাবাজি একটি শহরের গল্প; যে শহরে এখনো দুধওয়ালা আসে, ফেরিওয়ালা হাঁকডাক দেয়, বাচ্চারা দল বেঁধে নাটক শিখতে যায়। মহল্লার দোকানে চা খাওয়া হয়, ঠাট্টা-মশকরা করে বখাটেরা। আয়নাবাজিতে আরও অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, শওকত ওসমান, গাউসুল আলম শাওন, এজাজ বারী প্রমুখ। প্রসঙ্গত, দেশে মুক্তির আগে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়।
আরো দেখুন: লাখো তরুণের হৃদয় চূর্ণ করলেন গায়িকা মোমিনা ( ভিডিও )
Comments
comments