Download Free BIGtheme.net
Home / খেলা / এক হারে সব শেষ নয় : মাশরাফি

এক হারে সব শেষ নয় : মাশরাফি

photo_2884

স্পোর্টস ডেস্ক: আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটা জিতলেই হতো দ্বিগুণ উৎসব। একদিকে সিরিজ নিশ্চিত অন্যদিকে শততম জয়। কিন্তু হলো না, উল্টো আফগানদের বিপক্ষে হারের লজ্জার সঙ্গে শেষ ম্যাচটি করেছে আরো জটিল। এই ম্যাচে হারলে সিরিজই হারাবে না অবনমন হবে র‌্যাঙ্কিংয়েও। এতসব চাপ নিয়ে মাঠে কতটা আত্মবিশ্বাসী থাকবে টাইগাররা? জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন এত সহজ নয় টাইগারদের ভেঙে পড়া।

তিনি বলেন, ‘আত্মবিশ্বাস অবশ্যই আছে। তা নিয়েই খেলতে হবে। আমার কাছে মনে হয় না, আমরা এতদিন যে কাজগুলো করে এসেছি বা যে সাফল্যগুলো পেয়ে এসেছি তা একদিনের একটি ম্যাচে শেষ হয়ে যাবে।

আমরা সবাই হতাশ। এর মানে এই নয় যে, এতদিন যে কাজগুলো করেছি তা আমরা ভুলে গেছি। একটা খারাপ দিন গেছে, এটা ক্রিকেটে হয়, যে কোনো খেলাতেই হয়। এগুলো মাথায় নিয়ে নামলে আরও কঠিন হবে কাজটা। আমরা চেষ্টা করছি মানসিকভাবে ফ্রি থেকে মাঠে নামতে।’

টানা ছয় ওয়ানডে জেতার পর গত বুধবার আফগানিস্তানের কাছে ২ উইকেটে হারে বাংলাদেশ। এটি আফগানদের বিপক্ষে ২ বছরের ব্যবধানে দ্বিতীয় ওয়ানডে হার- তাও দেশের মাটিতে। আজ তৃতীয় ওয়নাডেতে মাঠে নামার আগে দেশের উইকেট ও কন্ডিশন নিয়েও চিন্তা করতে হচ্ছে মাশরাফিকে। আফগানদের বিপক্ষে হারের কারণও অনেকটা এই কন্ডিশনের উপরই চাপালেন মাশরাফি। তিনি বলেন, ‘অবশ্যই এখানে কন্ডিশন একটা বিষয়। কারণ প্রথম ম্যাচের স্কোর কার্ডে দেখেন সেখানে কিন্তু বেশ ভালো ব্যাটিংই হয়েছে। কিন্তু আমরা কিছু ভুল করেছি। আবার দ্বিতীয় ম্যাচে যদি আমরা টসে জিততাম তাহলে ফিল্ডিংই নিতাম কারণ বৃষ্টি হচ্ছিল, উইকেটও স্যাঁতসেতে হয়ে গিয়েছিল। এখানে এখন আমাদের কন্ডিশন ও উইকেট নিয়েও ভাবতে হচ্ছে। যদিও আবহাওয়ার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগ থেকেই একটা ভয় ও শঙ্কা ছিল। কিন্তু সিরিজ হারের শঙ্কাতে পড়তে পারে বা এতটা কষ্ট করে জিততে হতে পারে সেটি হয়তো কারও ভাবনাতে ছিলনা। তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য সিরিজটা সহজ হবে তা কখনও ভাবেননি। গতকাল এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আফগানিস্তান বলে হয়তো অনেকেই ভেবেছিলেন সিরিজ জয় বা ওদের বিপক্ষে খেলা সহজ হবে। কিন্তু আমি ও আমার দল খুব ভালোভাবেই জানতাম যে এই সিরিজটা কঠিনই হবে। কারণ আমরা অনেক দিন ছিলাম ওয়ানডে ক্রিকেটের বাইরে আর আফগানিস্তান গত দুই বছর যাদের বিপক্ষেই খেলেছে ভালো খেলেছে।

আমি মনে করি ওরা ওদের সামর্থ্যের সেরা ক্রিকেটটাই খেলছে। আমরা পারছি না আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে।’ শুধু তাই নয়, কোন ভাবে আফগানিস্তান যদি আজ সিরিজ জিতে যায় তাকে অঘটন মানতে রাজি নন মাশরাফি। তিনি বলেন, ‘এমন নয় যে, আফগানিস্তান আমাদের বিপক্ষে না খেলে বা অন্য কিছু করে জিতছে। তারা কিন্তু মাঠে আমাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেই জিতছে। একটা সময় আমরা বড় দলের বিপক্ষে জিতলে অনেকেই অঘটনের কথা বলতেন। সেটি আমরা কিন্তু মানতে পারতাম না। তাহলে ওরা জিতলে সেটি কেন মানবে। আমি মনে করি ওরা জিতে গেলে যোগ্য দল হিসেবেই জিতবে।’

আফগানদের শক্তি সামর্থ্য নিয়ে ভাবতে চাননা মাশরাফি। বলেন, ‘প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করার থেকে আমাদের নিজেদের নিয়ে বেশি চিন্তা করা উচিত। আমরা কি খেলছি, আমাদের পরিকল্পনা কী? ব্যাড ডে নিয়ে না ভেবে আবার মাঠে নামলে মেন্টালি ও মোরালি আমাদের আরও খারাপ হতে পারে। এমন কিছু না ভেবে আমরা গত এক-দেড় বছর যেটা ভেবেছি, যেভাবে ইতিবাচক খেলেছি সেভাবেই খেলার চেষ্টা করছি।’

Comments

comments