Download Free BIGtheme.net
Home / খেলা / ব্যাট করছে বাংলাদেশ, তামিম-সাব্বিরে এগিয়ে যাচ্ছে টাইগাররা

ব্যাট করছে বাংলাদেশ, তামিম-সাব্বিরে এগিয়ে যাচ্ছে টাইগাররা

bdonline24_1565

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

শুরুতে সৌম্য সরকারকে হারানোর পর তামিম ইকবাল ও সাব্বির রহমানের ব্যাটিং দৃঢ়তায় ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। ২১  ওভারে  ১০৫ রান তুলে নিয়েছে টাইগাররা।
ওপেনার তামিম ৫৪ রানে অপরাজিত রয়েছেন। ৩৭ রান করে অপরাজিত রয়েছেন সাব্বির রহমান। এর আগে ব্যক্তিগত ১১ রানে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার সৌম্য সরকার।

দুটি পরিবর্তন নিয়ে আজ খেলতে নেমেছে। দ্বিতীয় ওয়ানডের পরেই দল থেকে বাদ পড়েছিলেন পেসার রুবেল হোসেন। তাঁর জায়গায় দলে আসেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন। আজ বাংলাদেশ দলের একাদশে আছেন মোশররফ। এ ছাড়া স্পিনার তাইজুল ইসলামের জায়গায় দলে ঢুকেছেন পেসার শফিউল ইসলাম।

Comments

comments