Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘প্রবীণদের বয়স্ক ভাতা বাড়ানো হয়েছে’

‘প্রবীণদের বয়স্ক ভাতা বাড়ানো হয়েছে’

photo_2903

অনলাইন ডেস্ক: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামন আহমেদ বলেছেন, ১৯৯৭ সালে বয়স্কভাতা ছিল ১০০ টাকা। এখন তা ৫০০ টাকায় উন্নীত করা হয়েছে। আমরা বাস্তবভিত্তিক অনেক কাজ করছি। প্রবীণদের জন্য অনেক পরিকল্পনা আছে। আমাদের মন্ত্রণালয় প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটি জায়গায় বয়স্ক ভাতা প্রদান করবে। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শনিবার রাজধানীর আগাঁরগাওয়ে সমাজসেবা অধিদপ্তর সম্মেলনকক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘বয়স বৈষম্য নিরসন দূরীকরণ।’ আলোচনা সভার আগে সকালে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি প্রবীণ অফিস থেকে বের হয়ে সমাজকল্যাণ অফিস পর্যন্ত প্রদক্ষিণ করেন।

মন্ত্রী আরো বলেন, পিতা-মাতার জন্য আরো একটি আইন করা হয়েছে। প্রতিটি সন্তানকে মা-বাবার দায়িত্ব পালন করতে হবে। যদি দায়িত্ব পালনে অবহেলা অসম্মান করে সেক্ষেত্রে বাবা মা লিখিত অভিযোগ করলে সেই সন্তানের তিন মাসের জেল এবং ১ লাখ টাকা জরিমানা হবে।

Comments

comments