জাহিনুর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে প্রবীণদের কল্যাণে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) শনিবার (১ অক্টোবর) “আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করেছে। জাতিসংঘ ঘোষিত এবাবের প্রতিপাদ্য বিষয় হলো ‘বয়স বৈষম্য নিরসন করুন’। এ উপলক্ষে সকালে র্যালী প্রুধান সড়ক প্রদক্ষিন শেষে রিক অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রিক এর আঞ্চলিক ম্যানেজার মো:কামরুল হাসান,শাখা ব্যবস্থাপক মো:গোলাপ মিয়া, ফুলবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক মো:নওশা মিয়া মন্ডল, হিসাব রক্ষক মো:আসাদুজামান, বার্ড এর নির্বাহী পরিচালক ও এনজিওফোরামের সভাপতি মো: সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা সম্মানিত জেষ্ঠ্য নাগরিক সমস্যা ও অধিকার নিয়ে আলোচনায় এই দিনের তাৎপর্য তুলে ধরার মধ্য দিয়ে প্রবীণদের অধিকারসমূহ যাতে নিশ্চিত হয়, প্রবীণরা যেন তাদের সামর্থ্য অনুযায়ী মর্যাদাপূর্ণ, কর্মময় এবং আনন্দঘন জীবনযাপন করতে পারেন এর উপর গুরুত্ব আরোপ করেন।
Comments
comments