হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সিএম আইয়ুব বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার এসআই আবু হানিফ। আটক নারী শহরের টিকাপাড়া এলাকার বাসিন্দা, যার বয়স ৫৫ বছর।
এসআই হানিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বলেন, মোবাইল ফোন চুরির অভিযোগে ওই নারী ও ফারুক হোসেন নামে এক ব্যক্তি বিদ্যালয়ে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে বেধড়ক মারধর করেন।
“আহত শিক্ষার্থী সম্মানহানির অভিযোগ করেছেন। ফারুক হোসেন তাকে মারধর করার একপর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলেও তার অভিযোগ।”
ফাতেমা বেগম নিজেও মারধরের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, “তাকে দুই-একটি চড়থাপড় মেরেছি। কিন্তু কেউ তার শ্লীলতাহানি করেনি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্রনাথ ঝা বলেন, তারা হঠাৎ এসে দারোয়ানকে ধাক্কা দিয়ে ঢুকে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে মারধর করে। পরে তিনি পুলিশে খবর দেন বলে জানান।
Comments
comments