Download Free BIGtheme.net
Home / জাতীয় / খাদিজার ওপর হামলাকারীকে শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী

খাদিজার ওপর হামলাকারীকে শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী

photo_2965

অনলাইন ডেস্ক : সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কোপানোর ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে কোন দল করে সেটি আমি দেখি না, দেখতে চাইও না। যে আপরাধ করেছে সে অপরাধী সুতরাং তার বিচার হবে। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা কালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক এবং কিছু পত্রিকা এটাকে দলীয়করণ করার চেষ্টা করছে। কিন্তু দলীয়করণ হিসেবে আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না। যারা অপরাধী যে অপরাধই করুন তাকে শাস্তি পেতেই হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমি অবাক হলাম মেয়েটিকে যখন কোপানো হচ্ছে তখন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং ভিডিও করছে। কিন্তু মেয়েটিকে বাঁচাতে কেউ গেল না। একটি লোক কোপাচ্ছে আর এতগুলো লোক দাঁড়িয়ে দেখছে তাদের হাতে কী কোথাও কিছু ছিল না? তারা কী ওই লোকটাকে ধাওয়া দিতে পারত না? তারা কী ওই মেয়েটিকে রক্ষা করতে পারত না। কিন্তু কেন এই মানবিক মূল্যবোধ হারিয়ে গেল? শেখ হাসিনা বলেন, নার্গিককে কোপানোর ঘটনা নিয়ে আমি দেখেছি বিএনপির অনেক নেতার অনেক কথা বলেছে। তাহলে আমার প্রশ্ন তারা যখন জীবন্ত মানুষের গায়ে পেট্রলবোমা মেরে আগুন দিয়ে পুড়িয়ে মারল সে কথা কী তারা ভুলে যাচ্ছে।

Comments

comments

[X]