Download Free BIGtheme.net
Home / জাতীয় / টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

photo_30242

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জেতায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে খেলা শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এই খবর নিশ্চিত করেছেন।

প্রথম ওয়ানডেতে ২২ রানে হারার পরে রোববার তাসকিন-মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২০৪ রানে অলআউট হয়ে যায়। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরেছে টাইগাররা।

এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, ইংল্যান্ডের সঙ্গে তিনদিনের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় খেলায় জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সিরিজের তৃতীয় ওয়ানডেটি ১২ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

Comments

comments

[X]