অনলাইন ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ নকল সিডি-ডিভিডি নির্মাতা ও তার আট সহযোগীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি ও পর্ন সিডি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (১২ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ নকল (পাইরেসি) সম্রাট সেলিম খান ও তার আট সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি ও পর্নো সিডি উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে র্যাব বিফ্রিং করবে।
Comments
comments