জেলা প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশ সঙ্গে কথিক বন্দুকযুদ্ধে আবুল বশর বদাইয়া (৪০) নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। একই সঙ্গে সাতকানিয়া থানার ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ রবিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময়
ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক, একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বিষয়টি জানিয়েছেন।
পুলিশ জানায়, শনিবার রাতে বাঁশখালী থেকে গ্রেফতার করা হয় আবুল বশরকে। পরে তাকে নিয়ে সাতকানিয়ায় অস্ত্র উদ্ধারে গেলে সেখানে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় আত্মনক্ষার্থে পুলিশও গুলি ছোঁড়ে। এতে তার সহযোগীরা এক পর্যায়ে পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে আবুল বশরের মরদেহ উদ্ধার করা হয়।
Comments
comments