Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / জামিনে মুক্ত রুহুল কবির রিজভী

জামিনে মুক্ত রুহুল কবির রিজভী

photo_3134

অনলাইন ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার বিকালে তিনি কারামুক্ত হন। জেলার নাশির আহমেদ জানান, ‘মঙ্গলবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে বিকাল সোয়া ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।’ এ বছরের ২৯ আগস্ট রুহুল কবির রিজভীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, ‘রুহুল কবির রিজভীকে কারা ফটকে স্বাগত জানাতে সকাল থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।’

কারাফটকে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবীর খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর নেওয়াজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

Comments

comments