অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানে ইতালিয় নাগরিক তাবেলা সিজার হত্যাসহ ১৮টি নাশকতার ঘটনায় নব্য জেএমবি জড়িত বলে দাবি করেছেন র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। শুক্রবার সকালে কাওরান বাজারের বিসিআইসি ভবনে র্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
গত বছরের ২৮শে সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কে ইতালিয় নাগরিক সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের ডিজি আরো বলেন, নব্য জেএমবির সদস্য সংখ্যা এখন মাত্র ২১। এদের মধ্যে ২ জন সূরা সদস্য, ১৯ জন মিড লেভেলের। র্যাবের অভিযানে একে-২২ এবং হ্যান্ডগানগুলো উদ্ধার হওয়ায় তাদের কাছে বর্তমানে কোন অস্ত্র নেই। আমাদের চেষ্টা থাকবে তাদের সংখ্যা যেন ২১ থেকে ২২ না হয়। ২১ জনের সাংগঠনিক নাম পাওয়া গেছে। আমরা সেগুলো যাচাইবাছাই করে তাদেরকে ধরার চেষ্টা করছি।
Comments
comments