হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: “দোষারোপ নয় দূর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে ” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় নিরাপদ সড়ক চাই ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়ে শেষ হয়।
নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি আবু মহীউদ্দিন এর সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ, নিসচার সাধারণ সম্পাদক ননী গোপাল, শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ দে সহ প্রমুখ।
উল্লেখ্য যে, র্যালী ও আলোচনা সভায় সাংস্কৃতিক কর্মী স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Comments
comments