স্পোর্টস ডেস্ক: টাইগার দলের অন্যতম বোলার তাসকিন আহমেদ গেল রোববার হুট করে নিজের মাথার চুলের রঙ সাদা করে ফেলেন। হঠাৎ করেই কেন এই সিদ্ধান্ত? নাকি ফ্যাশন? তাসকিনের এই ফ্যাশন বা স্টাইল কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তার ভক্তরা।
তাসকিন ভক্তরা করেছেন নানা সমালোচনা। এরপর সোশ্যাল মিডিয়ায় তাসকিনের সাদা চুলের ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে। মন্তব্যের পর মন্তব্য। অধিকাংশ মন্তব্যই নেতিবাচক ও হতাশাজনক।
তাদের প্রিয় তাসকিন কেন এই ‘বেখাপ্পা’ রঙ দিয়ে চুল সাদা করবেন? ভক্তদের চোখ যেন কিছুতেই সাদা চুলে সইছিল না। হাজার হলেও তাসকিন তো সারাদেশের মানুষের। ভক্তদের বিষয়টিও তাঁকে মাথায় রাখতে হয়। ভক্তদের মনের কথা বুঝতে পেরে আজ তিনি চুলের রঙ পরিবর্তন করে ফেলেন।
আবারও কালো চুলের তাসকিন আহমেদকে ফিরে পায় ভক্তরা। সোমবার কালো চুলের ছবিটি ফেসবুকে পোস্ট করে তাসকিন লেখেন ‘যদি আমার ভক্তরা খুশি হয় তাহলে আমিও খুশি।
Comments
comments