জেলা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের জলদস্যু সাগর বাহিনীর প্রধানসহ ১৩ জন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বরগুনা সার্কিট হাউজ ময়দানে তারা আত্মসমর্পণ করেন।
জলদস্যুরা হলেন সাগর বাহিনীর প্রধান আলমগীর শেখ ওরফে সাগর, কামরুল ফকির, আ. মালেক, আ. কাদের শেখ, হাফিজুর রহমান শেখ, কবির সরদার, দেলোয়ার শেখ, হাসান সরদার, নান্না ফকির, তোহিদুল ইসলাম, রাজু শেখ, লিটন হাওলাদার, তারিকুল গাজী। তাদের বাড়ি বাগেরহাট ও মোড়লগঞ্জ উপজেলায়।
আত্মসমর্পণকালে দস্যুরা আটটি বিদেশি একনলা বন্দুক, তিনটি দেশীয় একনলা বন্দুক, একটি বিদেশি দোনালা বন্দুক, দুইটি পয়েন্ট টুটুবোর এয়ার রাইফেল, চারটি এলজি এবং দুইটি কাটারাইফেল ও ৫৯৬ রাউন্ড গোলাবারুদ জমা দেন।
এর আগে, র্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর আদনান জানান, সাগর বাহিনীর প্রধান আলমগীর হোসেন খোকনসহ ১৩ জলদস্যু আত্মসমর্পণ করতে যাচ্ছে। তারা আগ্নেয়াস্ত্র ও গুলি জমা দেবে।
এর আগে, বঙ্গোপসাগরে জলদস্যু দমনে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জলদস্যু সাগর বাহিনীর প্রধানসহ দস্যুরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন।
Comments
comments