Download Free BIGtheme.net
Home / জেলার খবর / লালমনিরহাটে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‍্যালী

লালমনিরহাটে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‍্যালী

bdonline24_1886

শাহিনুর ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে জেলা সদরে “উন্নত স্যানিটেশন সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে নিয়ে একটি র‍্যালী বের হয়।

আজ বুধবার (১৯ অক্টোবর) লালমনিরহাটে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‍্যালী  শেষে কালেক্টরেট মাঠে আনুষ্ঠানিক ভাবে হাত ধোয়ার কৌশল প্রদর্শন এবং জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও স্যানিটেশন বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‍্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফয়েজ আলাউদ্দিন খান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মোতালেব সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন, জনস্বাস্থ্য অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী বাদশাহ মিয়া, লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার এস. এম শফিকুল ইসলাম কানু, প্লান ইন্টান্যাশনাল বাংলাদেশ এর হাতীবান্ধা শাখার ফাতেমা বেগম প্রমুখ। এতে বিভিন্ন স্কুল ছাত্র-ছাত্রী, শিক্ষক, সরকারী কর্মকর্তা, বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।

Comments

comments