রায়হান ইসলাম, রাজশাহীঃ বাংলাদেশের সাতজন বীর শ্রেষ্টদের মধ্যে অন্যতম বীর শ্রেষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর। তার নাম অনুসারেই নামকরন করা হয় দূর্গাপুরের এই রাস্তাটির।
তবে রাস্তাটির এখন বেহাল দোষা পুরো রাস্তাটা এখন খানা খন্দকে ভরা। আর সবচেয়ে খারাপ অবস্থা হলো বাছেরের মোড় থেকে পালিবাজার পযন্ত রাস্তার।
বৃষ্টির পানিতে আরো খারাপ অবস্থা হয়ে যায় রাস্তাটির। পুরো রাস্তাটি পানির নিচে নিমজ্জিত থাকে। তখনি চরম ভোগান্তি শুরু হয় সাধারন যাত্রীদের আর সেই সাথে কষ্টের সীমা থাকেনা কমলমতি শিক্ষার্থীদের।
এর কারনে প্রতিনিয়ত ঘটছে ছোট খাটো দূর্ঘটনা। সড়ক বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তারা প্রতিনিয়ত রাস্তাটি মেরামত করে যাচ্ছে কিন্তু কোন কূল কিনারা করতে পারছেনা তারা। যাত্রীদের একটাই প্রত্যাশা যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কার করা হক।
Comments
comments