Download Free BIGtheme.net
Home / জাতীয় / দক্ষিণ এশিয়া অর্থনৈতিক শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

দক্ষিণ এশিয়া অর্থনৈতিক শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

bdonline24_1758

অনলাইন ডেস্কঃ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী নবম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক শীর্ষ সম্মেলন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বিকাল ৩টায় সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সম্মেলনের সমাপনী দিন রবিবার ভাষণ দেবেন।

সম্মেলনে বিভিন্ন অধিবেশনে শতাধিক বক্তা আলোচনা করবেন। এ সম্মেলনের আয়োজন করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

এতে সহযোগী ভূমিকায় থাকছে চার আঞ্চলিক সংস্থা, ভারতের ‘রিসার্স এন্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ’ (আরআইএস), নেপালের ‘সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনোমিক্স এন্ড এনভায়রনমেন্টস্’ (এসএডব্লিউটিইই), পাকিস্তানের ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনিস্টিটিউট’ (এসডিপিআই) এবং শ্রীলঙ্কার ‘ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ অব শ্রীলঙ্কা।

Comments

comments

[X]