অনলাইন ডেস্কঃ রাজধানীতে এক মাদক ব্যবসায়ী ও তিন ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। শনিবার রাতে রাজধানী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ছয়টি ছুরি, ছিনতাই করা ১১টি মোবাইল সেট ও ২২ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া রাজধানীর মিডফোর্ড এলাকা থেকে বিপুল পরিমাণ যৌনবর্ধক ক্যাপসুলসহ একজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চত করেছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমশিনার মাসুদুর রহমান। তিনি জানিয়েছেন, আটকৃকতদের কাছ থেকে অবৈধ মাদক, ছুরি, অচেতন করার ট্যাবলেট, মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
Comments
comments