মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার কাঠপট্টি এলাকার কুমার নদে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই লাশটি ভেসে অন্যত্র চলে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কুমার নদে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে সংবাদ দেয়। পুলিশ লাশটি উদ্ধারের জন্য আসার আগেই ভেসে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় চলে যায়। পুলিশ লাশটি উদ্ধারের চেষ্টা করে বিকালে উদ্ধার করেছে।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
Comments
comments