শিক্ষা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাতজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুর হওয়ার পরপরই তাদের আটক করা হয়। আটকদের মধ্যে নওরীন জাহান ও ইমরান খান শোভনকে ইডেন কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়। আর আল ইমরান নামে একজনকে আইবিএ কেন্দ্র থেকে আটক করা হয়।
এ ছাড়া সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, বদরুন্নেছা মহিলা কলেজ ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে বাকিদের আটক করা হয়। আটকের বিষয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ জানান, পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অপরাধে তিনজনকে প্রক্টর অফিসে আটক করে নিয়ে আসা হয়। বাকিদেরও নিয়ে আসা হবে।
তাদের শাস্তির বিষয় জানতে চাইলে তিনি জানান, আটক বাকি ছাত্রদের এখনও তার কাছে নিয়ে আসা হয়নি। তাদের অপরাধের মাত্রা বুঝে শাস্তি দেওয়া হবে। এবার ‘ক’ ইউনিটের পরীক্ষায় এক হাজার ৭৪৫ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৯০ হাজার ৪২৭ শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে এ পরীক্ষা শেষ হয় সাড়ে ১১টায়।
Comments
comments