আন্তর্জাতিক ডেস্ক: উরিতে ১৯ ভারতীয় সৈন্য নিহতের ঘটনায় চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান ও ভারতের সীমান্ত বাহিনীর মধ্যে আবারও গুলি বিনিময় হয়েছে।
শুক্রবার পাঞ্জাবের শাকারগড় সেক্টরের সক্রিয় সীমান্তে এ গুলি বিনিময় হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদফতর (আইএসপিআর)। খবর ডন অনলাইন, দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
আইএসপিআর জানিয়েছে, সকাল ৯টার দিকে ভারতীয় সীমান্ত বাহিনী বিনা উস্কানিতে গুলি চালায়। তাৎক্ষণিকভাবে তাদের জবাব দেয় পাকিস্তানের সীমান্ত বাহিনী। দু’পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা এ গুলি বিনিময় হয়।
তবে এতে কোনো প্রাণহানি কিংবা সম্পদের ক্ষতি হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করেছে আইএসপিআর।
Comments
comments