অনলাইন ডেস্কঃ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আগামীকাল রবিবার তিন দিনের সফরে ঢাকা আসছেন। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য পর্যালোচনা করতেই জিম ইয়ং কিমের এই সফরের উদ্দেশ্য।
শনিবার সকালে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কঠিন উন্নয়ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে গত দুই দশকে দুই কোটিরও বেশি মানুষকে দারিদ্রমুক্ত করেছে বাংলাদেশ।
বাংলাদেশের এই সাফল্য উদযাপন করতে কিম ১৭ অক্টোবর বিশ্ব দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরকালে কিম দেশের উন্নয়নে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
কিমের এ সফরকে গুরুত্বের সাথে দেখছে বাংলাদেশ।
Comments
comments