অনলাইন ডেস্কঃ রামপাল বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে সবুজ বেষ্টনী গড়ে তুলতে পাঁচ লাখ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমরা রামপালে সবুজায়ন প্রকল্প হতে নিয়েছি। ওই এলাকার মানুষের যেন অক্সিজেন সমস্যা না হয় সে লক্ষ্যে কাজ করছি।
শেখ হাসিনা বলেন, ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাঁচার একমাত্র পথ হচ্ছে গাছ লাগিয়ে বাংলাদেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ১৫৬টি আশ্রয় কেন্দ্র নির্মানাধীন আছে। দেশের প্রতিটি এলাকায় মাল্টিপারপাস সাইক্লোন স্টোর তৈরি করছে সরকার।
শেখ হাসিনা বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। দেশের কোনো মানুষ না খেয়ে মরবে না। সবার খাদ্যের ব্যবস্থা করছে সরকার।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৬ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করে।
Comments
comments