অনলাইন ডেস্কঃ জনগণকে দ্রুত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে ‘পুলিশ হেল্প লাইন’ নামে একটি মোবাইল অ্যাপসের উদ্বোধন করেছে বাংলাদেশ পুলিশ। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে।
বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে পুলিশের মহাপরির্দশক (আইজিপি) এ কে এম শহীদুল হক অ্যাপসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আইজিপি বলেন, এই অ্যাপসের মাধ্যমে যেকোনো তথ্য সরাসরি থানার ওসিকে জানাতে পারবেন। তথ্য প্রদানকারী কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত যেকোনো ছবি, ভিডিও ও অডিও পাঠাতে পারবেন। ব্যবহারকারী খুব দ্রুত ও সহজে তাদের সমস্যা ও তথ্য পুলিশকে জানাতে পারবেন। এসব তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে।
Comments
comments